Type Here to Get Search Results !

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির পরিবার। এ অবস্থায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহায়তা নিয়ে যান নেতৃবৃন্দ। পরিবারটিকে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা তুলে দেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, সদর উপজেলা আমীর সফিউল ইসলাম, সেক্রেটারি সুলতান মাহমুদ, ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আবু সাঈদ, মনিরুল ইসলাম মোল্লা প্রমুখ। এর আগে, দুপুরে মোশারফ হোসেন নামের ওই ব্যক্তির টিনশেড ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের সব আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যসামগ্রী পুড়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে তারা ঘটনাস্থলে আসেনি। তারা দ্রুত আসলে হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা কম হতো। ক্ষতিগ্রস্ত মোশারফ হোসেন বলেন, সব কিছু পুড়ে গেছে। আমার অবশিষ্ট কিছুই রইলোনা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসেনি, পরে খোঁজও নেয়নি। 
জামায়াতের নেতৃবৃন্দ আসছিলো, খোঁজ নিয়েছে, সহায়তা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এ বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা হয়। কিন্তু কাছাকাছি পৌঁছলে কেউ একজন ফোনে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাই গাড়িটি ফিরে আসে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies