Type Here to Get Search Results !

ওসি রেজাউল করিম রেজার তৎপরতায় আইনশৃঙ্খলার উন্নতি

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরী থানার জনসাধারণের টেকসই নিরাপত্তা, আইনী সহায়তা প্রদান, জমি-জমা সংক্রান্তে ঘটেনি হত্যা দুর্ঘটনা, রাজনৈতিক দলে নেই কোন কোন্দল ও নিয়মিতভাবে মাদক বিক্রেতা-সেবনকারীসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানার পুলিশ সদস্যদের নিয়ে সর্বদা নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় বিট-পুলিশিং, উঠান বৈঠক ও বিভিন্ন শ্রেণীর মানুষদের সাথে মতবিনিময় করে অপরাধ দমনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা)।
ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করণসহ বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। বর্তমানে সার্বিক নিরাপত্তা ও সু-শৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন নাগেশ্বরী থানার বিভিন্ন পেশাজিবী মানুষ এবং রাজনৈতিক সংগঠনসহ সুশীল সমাজের নেতারা। কুড়িগ্রামের নাগেশ্বরী থানার শহর, ইউনিয়ন ও গ্রামসমূহে জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্রী নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজা কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনা ও তার জোর মনিটরিংয়ের কারনে মানবিক কাজে ব্যস্ত থেকে নাগেশ্বরী থানার জনসাধারণের টেকসই নিরাপত্তা, আইনী সহায়তা প্রদান করাসহ সচেতনতা মূলক কার্যক্রম সৃষ্টি করছেন।আন্তরিকতার সাথে মানুষকে ন্যায় আইনি সহায়তা প্রদান করাসহ অসীম সাহসিকতার সাথে অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছেন।
থানার সেবা নিতে আসা সাধারন মানুষের সাথে সরাসরি কথা বলে তাৎক্ষনিক ব্যবস্থা নেন অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা)। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে বিট-পুলিশিং কার্যক্রম চলমান থাকার কারণে অপরাধ নিয়ন্ত্রনসহ সাধারন মানুষের সাথে পুলিশের সমন্বয় বেড়েছে বন্ধু-সুলভ বহুগুন। নাগেশ্বরী থানার চৌকশ পুলিশ সদস্যদের মাধ্যমে সঠিকভাবে সব-সময় জনসাধারণের নিরাপত্তা, আইনী সহায়তা প্রদানসহ নিয়মিতভাবে মাদক বিক্রেতা-সেবনকারী এবং বিভিন্ন অপরাধের সাথে জ্বড়িতদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন।
অনুসন্ধানে জানা গেছে, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা) গত-৬জানুয়ারি ২০২৫খ্রি. যোগদান করে জনসেবার মাধ্যমে থানার সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠছেন। বিশেষ অভিযানে অনেক অপরাধী তাদের পেশা পরিবর্ত করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। অফিসার ইনচার্জ আন্তরিকতার সাথে মানুষকে আইনি সহায়তা প্রদানে আত্মবিশ্বাস অর্জন করে জননন্দিত হয়ে উঠছেন। নাগেশ্বরী থানার বাবু মিয়া, ফারুক হোসেন, মাইদুল ইসলাম, আব্দুল জলিলসহ অনেকে বলেন, অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা) থানায় যোগদান করার পর থেকে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। তিনি আন্তরিকতার সাথে আইনি সহায়তা প্রদান ও জমি-জমা সংক্রান্তে হত্যা দুর্ঘটনা নেই। জমি-জমা বিরোধ সাময়িকভাবে আপোষ হওয়ায় আইন-শৃঙ্খলা অনুকূলে রয়েছে। রাজনৈতিক দলে নেই কোন কোন্দল ও নিয়মিতভাবে সহ মাদক, জুয়াখেলা এবং বিভিন্ন অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করে আসছেন।
আমাদের মতো সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করছেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম (রেজা) বলেন, পুলিশ হোক জনবান্ধব। কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্য নির্মূলে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। আমরা আমাদের দায়িত্ব থেকে সকল শ্রেণীর মানুষদের সেবা প্রদান করে আসছি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies