Type Here to Get Search Results !

বদরগঞ্জে জমি দখলে ব্যর্থ হয়ে শিক্ষক পত্নীর পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা


আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে জমি দখলে ব্যর্থ হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শিক্ষক পত্নীর পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। গত রবিবার দুপুর ১২টায় ঘটনাটি ঘটেছে উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর বালাপাড়া গ্রামে। এনিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সেখানে রক্তক্ষয়ী সয়ঘর্ষের আশংকা করছে সচেতন মহল।
সরেজমিনে প্রত্যক্ষদর্শী খলিল মন্ডল, এমাজ উদ্দিন সহ ও অনেকেই জানায়, ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে শিক্ষক তোফাজ্জল হোসেন পৈত্রিক সুত্রে পাওয়া একাত্তর শতাংশ জমি দীর্ঘ ৬৫বছর ধরে ভোগদখল সহ চাষাবাদ করে আসছে। কিন্তু বিগত ২০১৪সালে একই গ্রামের সৈয়দ আলী ওই জমির অংশ সাড়ে পয়ত্রিশ শতাংশ মালিকানা দাবী করে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত সার্বিক দিক বিবেচনা পুর্বক ২০২২সালে তোফাজ্জল হোসেনের পক্ষে রায় দেয়। যারফলে সৈয়দ আলীপক্ষ ক্ষুব্ধ হয়ে শিক্ষক পরিবারের লোকজনের ক্ষতিসাধন করার সুযোগ খুঁজতে থাকে।
এদিকে গত রবিবার (২৭জুলাই) দুপুরে সৈয়দ আলী দেড় শতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে জোরপুর্বক শিক্ষক তোফাজ্জল হোসেনের জমি দখলের চেষ্টা করে।
এসময় শিক্ষকের স্ত্রী আনজুয়ারা বেগম বাধা দিলে প্রতিপক্ষ সৈয়দ আলী ও ভাড়াটে সন্ত্রাসী শাহাজাহান আলী, আনারুল হক সহ অন্যান্যরা লোহার রড় দিয়ে তাকে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয়। এঘটনায় শিক্ষক তোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে। 
এবিষয়ে গতকাল সোমবার শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, পৈত্রিক সুত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। আমার ওই জমিতে দেড় শতাধিক ফলদ ও বনজ গাছপালা ছিল তারা শত্রুতা করে গাছপালাগুলো কেটে নিয়ে গেছে। এতে করে আমাদের প্রায় ৬০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি চলতি মাসের ২৩তারিখে বিজ্ঞ আদালত ওই জমির উপর ১৪৪ধারা জারি করার পরেও আমার প্রতিপক্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করে ভাড়াটে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে জোরপুর্বক আমার জমি দখলের চেষ্টা করেছে। কিন্তু আমার স্ত্রী বাধা দিলে তারা জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে লোহার রড দিয়ে আমার স্ত্রীকে পিটিয়ে তার একটি পা ভেঙ্গে দিয়েছে। আমার স্ত্রী এখন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সেখানকার ডাক্তারগন বলেছেন তার উন্নত চিকিৎসার জন্য তাকে রমেক হাসপাতালে রেফার্ড করতে হবে। 
অপরদিকে অভিযুক্ত সৈয়দ আলী ও শাহাজাহান আলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। ফলে এবিষয়ে তাদের কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
বিভাগ

Top Post Ad

Hollywood Movies