বিরামপুরে আন্তঃজেলা ডাকাত কামাল গ্রেপ্তার
7/27/2025 08:34:00 PM
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে চিহ্নিত আন্তঃজেলা ডাকাত মোঃ কামাল হোসেন (৫৫)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার ১২টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অপরাধীকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গত (২৬ জুলাই)শনিবার, বেলা সাড়ে তিনটায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটাকপুর গ্রামে নিজ শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে বিরামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত কামাল হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার টিককাটার গ্রামের বাসিন্দা। তিনি মৃত আজিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কামাল হোসেন দীর্ঘ ৩৫ বছর ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া, গাইবান্ধা, টাঙ্গাইল, ঢাকাসহ বিভিন্ন জেলায় ডাকাতি,অস্ত্র আইনে অপরাধ,চুরি ও সঙ্ঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডসহ মোট ১২টি মামলা রয়েছে।বিভিন্ন থানায় দায়েরকৃত মামলাগুলোর মধ্যে বিরামপুর থানায় ৩টি,বোচাগঞ্জ থানায় ১টি,ফুলবাড়ী থানায় ১টি,পঞ্চগড় সদর ও তেতুলিয়া থানায় ২টি, বগুড়া সদর থানায় ১টি, টাঙ্গাইল সদর থানায় ১টি,ঢাকার বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।
এসব মামলায় ১৯৭৪ সালের অস্ত্র আইন ও The Penal Code, 1860 এর ৩৭৯, ৩৯৫, ৩৯৭, ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, চিহ্নিত এই ডাকাতকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে আমরা অভিযান চালিয়ে সফলভাবে তাকে করা সম্ভব হয়েছে। আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকা এমন একজন ভয়ঙ্কর ডাকাতের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে, যা অপরাধচক্র ভাঙতে সহায়তা করবে।