Type Here to Get Search Results !

উলিপুরে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এ প্রতিপাদ্যে তারা এ মানববন্ধন করেছে। গত (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি উলিপুর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন হাই এম্বিশন কিন্ডারগার্টেনের পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সাধারণ সম্পাদক ক্লাসিক রেসিডেন্সিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক মোনাখখার হোসেন মোন্নাফ, এন.এস আমিন কিন্ডারগার্টেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক গনেশ সাহা, ছোয়াত কিন্ডারগার্টেনের পরিচালক রেজাউল ইসলাম, শিশু কানন স্কুলের পরিচালক ষষ্ঠী কুমার সাহা, সহকারী শিক্ষক আনছার আলীসহ অনেকে বক্তারা বলেন, একটি উন্নত ও আধুনিক রাষ্ট্রের সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যবস্থায় সবার সমান সুযোগ থাকবে, শিক্ষা হবে অধিকার, শিক্ষা হবে সর্বজনীন। তারা আরো বলেন, একটি শিশুর ভবিষ্যতের ভিত্তিই হলো প্রাথমিক পর্যায়ের শিক্ষা সেখানে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ পাবে আর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ পাবেনা এটা হতে পারেনা। বর্তমান সরকার এটি বৈষম্য করেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies