শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ এর আয়োজন করেন।
উপজেলা
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট রকিবুল হাসানের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর
পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর
আওতাধীন এ উপজেলার এসএসসি/সমমান পাস ১৮ জন কৃতি শিক্ষার্থীকে ১ লক্ষ
৮০ হাজার ও ১৮ জন এইচএসসি/সমমান কৃতি শিক্ষার্থীকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা
সম্প্রতি কর্তৃপক্ষ প্রদান করেছে।
বুধবার আনুষ্ঠানিক ভাবে মোট ৩৬ জন কৃতি
শিক্ষার্থীকে সনদ পত্র ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ
সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা (প্লাবন), উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার শাহীন
আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাব
সভাপতি জয়নাল আবেদীন বাবুল, মেধাবী শিক্ষার্থী আনিকা তাবাসসুম, ফাদুল
কবির প্রমুখ।