Type Here to Get Search Results !

পীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতাধীন এ উপজেলার এসএসসি/সমমান পাস ১৮ জন কৃতি শিক্ষার্থীকে ১ লক্ষ ৮০ হাজার ও ১৮ জন এইচএসসি/সমমান কৃতি শিক্ষার্থীকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা সম্প্রতি কর্তৃপক্ষ প্রদান করেছে।
বুধবার আনুষ্ঠানিক ভাবে মোট ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সনদ পত্র ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা (প্লাবন), উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, মেধাবী শিক্ষার্থী আনিকা তাবাসসুম, ফাদুল কবির প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies