আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রাণ-প্রকৃতির মিলনমেলা ভাড়ারদহ ও পাটোয়াকামড়ি বিল পরিদর্শন করেন পানি সম্পদ এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গত বুধবার (১৭জুলাই) বিকেলের তারা বদরগঞ্জ পৌরশহরের পাশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নৈস্বর্গিক বিল দুটির সার্বিক উন্নয়নের জন্য পরিদর্শনে আসেন। উল্লেখ্য,প্রায় শত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল প্রায় ২০একর জমির ওপর ভাড়ারদহ ও পাটোয়াকামড়ি বিল অবস্থিত। কয়েক বছর আগে স্থানীয় উপজেলা প্রশাসন ও বরেন্দ্র্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিল দুটি উদ্ধার পুর্বক পুণঃ খনন করে বিলের চারপাশে ৩শতাধিক ওষুধী গাছপালা রোপন করা হয়। বিল দুটি শুধু প্রকৃতির অভয়ারণ্য নয়, এটি পর্যটনের জন্যও এক বড় সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী বিল দুটি দেখতে আসে। পর্যটকদের জন্য বিলের পাড়ে বনজ ফলজ ও ওষুধিসহ নানা প্রজাতির গাছপালা রয়েছে। বিলের পাড়ে বসার জায়গা, নিরাপত্তা এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
বিলের মাঝখানে শীতের মৌসুমে অতিথি পাখিদের বসার জন্য তৈরি করা হয় বাঁশের তৈরি মাচা। যা দর্শনার্থীদের দৃষ্টি কাঁড়ছে। দুটি বিলকে এক সঙ্গে করে ইকো-পার্ক তৈরির দাবি জানিয়ে উপদেষ্টাকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিল দুটি পাশাপাশি হলেও সংযোগ সড়ক নেই। জল প্রবাহের জন্য একসঙ্গে সংযুক্ত করার জন্য স্ব-স্ব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিশেষ করে প্রাণ-প্রকৃতির মিলনস্থল হিসেবে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন পানিসম্পদ এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় সৈয়দা রিজওয়ানা হাসান বিলের পাড়ে ‘উদাল’ জাতের একটি ওষুধি বৃক্ষ রোপন করেন।
একই সময় বিলের অপর পাড়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আরেকটি বনজ বৃক্ষ রোপন করেন। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, প্রাণ প্রকৃতি বিশেষজ্ঞ ড. তুহিন ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বন বিভাগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।