ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে মাঠে কাজ করতে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামের এক কৃষক।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ডিস্ট্রিক্ট প্রিন্স ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি নিজ বাড়ি থেকে মাঠের উদ্দেশে রওনা দেন। বাড়ির অদূরে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাথা ও পেটে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন- “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।