খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম শহরের সুজামের মোড় এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালালে মাদক কারবারি পালিয়ে যায়।
রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ২২ বীর ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ডিসকভার মোটরসাইকেলসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়।
তবে অভিযান অব্যাহত থাকবে।” সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।