ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীর ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অভিভাবকের হৃদয়ে স্থান নিয়েছেন শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল।
২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিচিত অর্জন করেছেন।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১০২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন।
বিদ্যালয়ের পরিচালক রুহুল আমিন মন্ডল জানান, প্রতিষ্ঠান শুরু’র পর থেকেই আমরা আশানুরূপ ফলাফল দিতে পেরেছি অভিভাবকদের। যার কারণে এই প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা রয়েছেন।
আমরা আশাকরি আগামী বছর এর চেয়েও ভালো ফলাফল উপহার দিতে পারবো। এই বিদ্যালয়ে প্রায় ৮৫ জন স্টাফ রয়েছে। বিদ্যালয়ের পাঠ দান বিদ্যালয়ে করা নিয়া হয়। দূর্বল শিক্ষার্থীর জন্য সন্ধ্যার পর বিদ্যালয়ে বিশেষ কোচিং ব্যাবস্থা রয়েছে।