নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর বাহী ট্রাক্টরের ধাক্কায় খুরশিদ জাহান খুঁশি (২২) নামে এক নববিবাহিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী আনোয়ার হোসেন (৩২) আহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নববিবাহিতা খুঁশির স্বামীর বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ এলাকায়। স্বামী আনোয়ার হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কুরবানী ঈদের দুইদিন পরে উপজেলার শালবাহান ইউনিয়নের মুনিগছ এলাকায় বিয়ে করেন বেসরকারি চাকরিজীবি আনোয়ার হোসেন। পরে রবিবার দুপুরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী খুরশিদ জাহান খুঁশিকে নিয়ে ফিরছিলেন তিনি। পরে তারা উপজেলার ভজনপুর ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়।
এসময় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে ছিটকে পড়েন তারা। এ সময় স্ত্রী খুরশিদ জাহান খুঁশির শরীরের উপর দিয়ে ট্রাক্টরের পেছনের চাকা চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তবে স্বামী আনোয়ার হোসেন সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে স্বামী আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ত্রী খুঁশিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে পথিমধ্যে দেবীগঞ্জ উপজেলা এলাকায় মৃত্যুবরণ করেন খুঁশি।
এদিকে ঘটনার পরপরই পাথরবাহী ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় সড়ক দুর্ঘটনায় এক নববিবাহিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। একটি নিয়মিত মামলা হবে।