নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় সিএনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।
আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। শনিবার বোদা দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ি নাগরিক স্থানের সড়ক দুর্ঘনি ঘটে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসেস কর্মীরা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহ তোরা হলেন গোপাল চন্দ্র রায় (৪৫), ভবজ চন্দ্র রায় (৪৫) ও আনারুল হক (৪১)।
বোদা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বোদা থেকে যাত্রীবাহী একটি সিএনজি দেবীগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসে একটি মাইক্রোবাদের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী তিনজন গুরুতর আহত হয়েছে।