ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকা থেকে ওইসব গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ মাদকের দায়ে নাসিমা বেগম (৪৫) ও তার মেয়েজামাই ফারুক হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি ফারুক হোসেন ও নাসিমা বেগম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা সম্পর্কে জামাই-শাশুড়ী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই মাদক কারবারিদের মোটরসাইকেলে তল্লাশি করে ট্যাংকি ও সিটির নিচে রাখা এসব গাঁজা উদ্ধার করা হয়।