ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ি মন্ডল পাড়ায় ২১ জুন (শনিবার) আনুমানিক ১ টার দিকে মোঃ ধলু মন্ডলের ৩ টি গরু বজ্রপাত পড়ে মারা গেছে।
জানা গেছে, গরু তিনটি গ্রামের পাশে মাঠে ঘাস খাওয়া জন্য ছেড়ে দেন ধলু মন্ডল।
কিছুক্ষণ পরে আকাশের বিজলী চমকানোতে বজ্রপাতের সৃষ্টি হলে, তা এসে গরু গুলোর গায়ে পড়লে সঙ্গে সঙ্গে তিনটি গরু সেখানে মারা যায়।
গরু তিন টি হারিয়ে ধলু মন্ডলের পরিবার আজ পথে বসার উপক্রম হয়েছে।
প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারে।