Type Here to Get Search Results !

ঐতিহাসিক গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস পালিত

মঈনউদ্দিন : পবিত্র মদিনাতুল মুনাওয়ারার নিকটবর্তী গাদিরে খুম নামক স্থানে আল্লাহতাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দশম হিজরীর ১৮ ই জিলহজ্ব সকল সাহাবায়ে কেরামের ঐতিহাসিক মহাসমাবেশে মাওলায়ে আলা মাওলা আলী আলাইহিস সালামকে সর্বোচ্চ খলিফাতুর রাসুল ও সমগ্র উম্মতের মধ্যে সর্বোচ্চ মাওলা ঘোষনা করেন। কেয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম মিল্লাত ও সমগ্র মানবমন্ডলীর জন্য প্রকৃত ইসলাম লাভের ঠিকানা হিসাবে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ঈমানী ঘোষনার শোকরিয়া দিবস উদযাপন করে বিশ্ব সুন্নী আন্দোলন। এই উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম মহানগর কার্যালয় প্রাঙ্গণে আজ এক বিশাল সমাবেশ অনুষ্টিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা তাফসিরুল মাশাহিদুল কোরআন ও বোখারী শরীফের ব্যাখা গ্রন্থের প্রণেতা, রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ও গবেষক, ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। মুল দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমের ঈমানী ঘোষণা ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। তিনি বলেন, গাদিরে খুমে সমস্ত সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে প্রাণাধিক প্রিয়নবী মাওলায়ে আলা তথা আহলে বায়েতকে ঈমান ও দ্বীনের মূল কেন্দ্র এবং সমগ্র উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত ইসলামের সর্বোচ্চ অনুসরণীয় আদর্শ মাপকাঠি ঘোষণা দান করেছেন। আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া ঈমানী ঘোষণা ই ইসলামের চিরন্তন ধারা যার বাইরে ইসলামের ছদ্মনামধারী সব ই বাতিল ধারা। আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর ঘোষণা ইসলামের আসল ধারা রক্ষা ও কিয়ামত পর্যন্ত সবার ঈমান রক্ষার ঘোষণা। বাতিল শিয়াবাদি চক্রান্ত ও মোয়াবিয়াবাদি খারেজি কুফরিয়াত এবং সব বাতিলের মুলুকিয়ত থেকে ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতা রক্ষায় তিনি সবাইকে নুরে রেসালাত প্রাণপ্রিয় আহলে বায়েত কেন্দ্রীক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পূণরুজ্জীবনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও খেলাফতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা আবু আবরার চিশতী, আল্লামা শেখ রায়হান রাহবার, আল্লামা জাকির আহসান, আল্লামা আহমদ শাহ মোরশেদ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা রেজাউল কাওসার, আল্লামা খাজা রাশেদ, আল্লামা এমদাদ সাইফ, আল্লামা শেখ নয়ীম উদ্দিন, আল্লামা আওয়াল কাদেরী।

Top Post Ad

Hollywood Movies