Type Here to Get Search Results !

বিরামপুর সীমান্তে ৯ জন শিশুসহ ১৫ জনকে পুশইন করে বিএসএফ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে ৯জন শিশুসহ ১৫ জনকে রাতের আধারে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ জুন ) আনুমানিক রাত ৩টায় বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অচিন্তপুর বিওপির বিপরীতে গুলশী বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ভারতীয় সীমান্ত পিলার ২৯৫/১ এস হতে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অচিন্তপুর নামক স্থানে ১৫ জনকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি টহলদল তাদেরকে আটক করে বিষয়টি নিশ্চিত করেছেন, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অচিন্তপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলাম। পুশইন হয়ে আসা ১৫ জন বাংলাদেশী নাগরিকদের মধ্যে ৩ জন পুরুষ ৩ জন নারী এবং ৯ জন শিশু। প্রাথমিক তথ্যসূত্র জানাযায়, তাঁরা সকলেই নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতল পাটি গ্রামের বাসিন্দা। এদের মধ্যে একই পরিবারের রয়েছেন ১৪ জন মৃত উমর মোল্লার ছেলে আশোক মোল্লা (৬০), তাঁর স্ত্রী হিরিনা বেগম (৫২), তাঁদের দুই ছেলে হাসু মোল্লা (৩৪) ও মনির মোল্লা (৩০),১ম ছেলে হাসু মোল্লার ৩ ছেলে ও ১ মেয়ে বিল্লাল মোল্লা (১৬), মোহাম্মদ মোল্লা (১২), আহমেদ মোল্লা (০৮), মেয়ে রাবেয়া মোল্লা (৪), এবং ২য় ছেলে মনির মোল্লার স্ত্রী ঝরনা খাতুন (২৮) তাঁদের ৩ মেয়ে ও ২ ছেলে সুমাইয়া খাতুন (১১),সুরাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (০৪), ছেলে আলামিন মোল্লা (০৮), ইব্রাহীম মোল্লা (০২) এছাড়াও একই গ্রামের মৃত হাফিজুল মোল্লার স্ত্রী তাজমা বেগম। আটককৃত ব্যক্তিদের তথ্যমতে জানা যায় যে, তারা গত ০৭ অক্টোবর ২০২৪ তারিখ বেনাপোল সীমান্ত দিয়ে মুম্বাই শহরে দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করেন। পুরুষরা নির্মাণ শ্রমিক ও নারীরা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।গত ৭ জুন (ঈদুল আজহা) ঈদের দিন মুম্বাই পুলিশের হাতে তারা আটক হন। ৫ দিন কারাবন্দি থাকার পর ১২ জুন মুম্বাই থেকে বিমান ও সড়ক পথে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইন এর লক্ষ্যে শুক্রবার (১৩জুন) রাতে উপজেলার অচিন্তপুর বিওপির বিপরীতে গুলশী বিএসএফ ক্যাম্পের সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। পরবর্তীতে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অচিন্তপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আটককৃতদের বিরামপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেন। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies