অজয় সরকার, পার্বতীপুর প্রতিনিধি : সংবাদ প্রচারের জের ধরে মাই টিভির রংপুর প্রতিনিধি মাহামুদুল হাসানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদ ও জড়িতেদর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে আজ শনিবার (০৩ মে) সকাল ১১ টায় কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে এর আয়োজন করা হয়। সাংবাদিক তাজকির হুসাইন এর সঞ্চালনায় ঘন্টাব্যাপি মানবন্ধনে বক্তব্য রাখেন পার্বতীপুরের কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ।
এছাড়াও পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে হুমকির ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংশিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এর আগে, মাহামুদুল হাসান স্থানীয় প্রভাবশালী মহলের অবৈধ ইট ভাটা ও লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার নিয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর থেকেই নানা ভাবে হুমকি দিয়ে আসছিলো একটি মহল। সর্বশেষ গেল ২৯ এপ্রিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয় দূর্বৃত্তরা।