Type Here to Get Search Results !

মাদ্রাসার ছাত্রীর মৃত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডোকরো পাড়া এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন আবুল বাশার নামে এক ভূক্তভোগী। এসময় মাদ্রাসা ছাত্রীর মা মহসিনা বেগম সহ সংশ্লিষ্টরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভূক্তভোগী আবুল বাশার বলেন, আমি দার আত তাওহীদ এডুকেশন ফাউন্ডেশনের একজন সদস্য। ফাউন্ডেশনের আওতায় সারাদেশে আমাদের ৪৫ টি মাদ্রাসা রয়েছে। জেলা শহরের কায়েতপাড়া এলাকায় অবস্থিত তাওহীদ মডেল মাদরাসাটি এই ফাউন্ডেশন এর আওতায় চলে। তবে আমি এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদে কোন দায়িত্বে নেই। গত ১৮ মে সন্ধ্যায় সুমনা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী শারীরিক অসুস্থতার জনিত কারণে মৃত্যু বরণ করেন। পরে তার মৃত্যুর খবরটি পরিবারের সদস্যদের কাছে জানানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরদিন তার মরদেহ দাফন করা হয়। তবে এই পরিবারটিকে সহায়তা করতে আমি হাসপাতালে ছুটে যাই এবং দাফন কাজে সব ধরনের সহযোগিতা করি। এর আগেও দারা আত তাওহীদ এডুকেশন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ওই শিক্ষার্থীর দুই বোনকেও বিয়ে দেয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু মৃত্যুর কয়েকদিন পরে শিক্ষার্থী সুমনা দূর সম্পর্কের এক দুলাভাই শান্ত আমার সাথে দেখা করতে চায়। পরে সে আমাকে জানায় ভাই সুমনার মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্ত ছাড়াই সুমনার মরদেহ দাফন করা হয়েছে। এ কারণে যদি তাকে টাকা দেওয়া না হয় তাহলে তিনি দেখে নেওয়ার হুমকি ও প্রদান করেন। এছাড়া নানাভাবে হয়রানি করারও হুমকি প্রদান করেন তিনি। পরে ভুক্তভোগী আবুল বাশার কে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য ছাড়ানো হয়। এ সময় লিখিত বক্তব্যে এসব সংবাদ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তাকে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে আবুল বাশারের মানহানি করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে মারা যাওয়া শিক্ষার্থী সুমনার মা মহসিনা বেগম বলেন, আমাকে কয়েকজন জোরপূর্বক ভাবে বক্তব্য দিতে বলেন। তারা জানান আমি যদি আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা দায়ের করি তাহলে তারা সব খরচ বহন করবেন। তারা আমাকে ভয় দেখালে আমি ভয়ে তাদের বক্তব্য প্রদান করি। আমি চাইনা আমার মেয়েকে নিয়ে আর কোন কথা ছড়ানো হোক। আমার হাফেজা মেয়ের আমি জান্নাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies