Type Here to Get Search Results !

পীরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে বাবুল সভাপতি, এনকে রানা সম্পাদক নির্বাচিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী ও সুনাম ধন্য পীরগঞ্জ প্রেসক্লাবে শনিবার প্রভাবমুক্ত, সুন্দর ও মনোরম পরিবেশে দি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আরটিভি জেলা প্রতিনিধি ও কালের কন্ঠ পীরগঞ্জ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন বাবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়। যায়যায়দিন পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মোঃ নসরতে খোদা রানা ২২ ভোটের মধ্যে ১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সহ-সভাপতি পদে মোঃ ফজলুল কবির ১৫ ভোট, মোঃ মোকাদ্দেস হায়াত মিলন ১৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মুনছুর আহম্মেদ ১৪ ভোট, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মোঃ বাদল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ লাতিফুর রহমান লিমন ১২ ভোট, কার্য নির্বাহী সদস্য পদে মোঃ জিয়াউল্লাহ রিমু ১৪ ভোট, মোঃ নুর নবী রানা ১৩ ভোট ও মোঃ আমিনুর রহমান হৃদয় ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে ভোট অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ (আরিফ) প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহ সার্বিক সহযোগীতা করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies