Type Here to Get Search Results !

উলিপুরে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়ারী আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ারপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়িকে আটক করেছে উলিপুর থানা পুলিশ। 
শুক্রবার (২ মে) উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলারর সরঞ্জাম ডাবু, ছয়টি গুটি, ৪,৬১০ টাকা নগদ অর্থ ও একটি জোয়ার বোর্ড উদ্ধার করা হয়। ঘটনাটি উলিপুর থানার মামলা নং-০৩(০৫)২৫ হিসাবে রুজু করা হয়েছে। আটককৃতদের নাম: আশারাফুল, দীনবন্ধু, রফিকুল ইসলাম, রিয়াজুল, শফিকুল ইসলাম, মহব্বত আলী, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, শ্রী মন্টু, শ্রী জাম্বু দাস, মুকুল মিয়া, নুর ইসলাম এরশাদুল হক, ইমান হোসেন। আটককৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ