এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : নানা আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মহান মে দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে পাকেরহাট শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী শ্রমিক দল, পাকেরহাট ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়ন (২৪৫), উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন এবং মাইক্রো ড্রাইভার কল্যাণ সমিতির বিপুল সংখ্যক সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী। র্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ, খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য প্রভাষক আবু বকর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ, মহসীন আলী, জাহিদ রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফসহ সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকগণ।
এরপরে পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট চত্বরে জারি গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে নানা বয়স ও শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়।