Type Here to Get Search Results !

ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছ চাপায় গৃহবধূর মৃত্যু

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরড়াঁওয়ে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে আক্তারা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার মেয়ে সানজিদা বেগম (১৩)। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১ টায় জেলার হরিপুর উপজেলার তিনুয়া হঠাৎপারা গ্রামে শোবার ঘরে জামগাছ পড়ে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের শাহজাহান আলীর স্ত্রী বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাকারিয়া মন্ডল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, শুক্রবার রাতে ঝড়ের সময় আক্তারা বেগম ও তার মেয়ে তাদের শোবার ঘরেই ঘুমিয়ে ছিলো। এসময় ঝড়ের মাঝে ঘরের পাশে থাকা একটি বড় জাম গাছ তাদের শোবার ঘরে বিছানার ওপর পড়ে যায় এবং গাছে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আক্তারা বেগমের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার কাজ পরিচালনা করে গাছ সরিয়ে আক্তারা বেগমের মেয়ে সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং শঙ্কামুক্ত রয়েছে বলে চিকিৎসক জানায়।
বিভাগ