Type Here to Get Search Results !

বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পিতা, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রামানিক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে পঞ্চগড়ের বোদা পৌর এলাকার দক্ষিণ সাতখামার গ্রামের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রামানিক দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি বোদা পাইলট হাই স্কুল এন্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক প্রয়াত আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান ছিলেন। তিনি জীবদ্দশায় ঠাকুরগাঁও জেলায় মুন্সিরহাট হাই স্কুলে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাদ্দাম হোসেন সহ দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। শুক্রবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে ১১ মাইল নামক এলাকায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানাজার নামাজ ও দাফন কা্রযে সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন না। মরহুমের ছোট জামাতা খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies