Type Here to Get Search Results !

পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে জীবন নাশের হুমকি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং ৭১ টেলিভিশনের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ পাপুল সরকার (২৫) কে জীবন নাশের হুমকি দিয়েছে জামাতের অঙ্গ সংগঠন, যুব জায়াতের সেক্রেটারী সাইদুর রহমান। এ ঘটনায় সাধারণ সম্পাদক পাপুল ১৩ মে রাত ১০ টায় থানায় উপস্থিত হয়ে সাইবার ধারায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সুত্রে জানা গেছে, বিগত কদিন যাবৎ উপজেলার ঘোড়াঘাট রোডের পশ্চিম পার্শ্বে অবস্থিত আলোচিত সমালোচিত মা' ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে সংবাদের সাথে পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল তার নিজের ফেসবুক পেজে সংবাদ টি প্রকাশ করে। ক্লিনিক কতৃপক্ষ পাপুলকে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ক্লিনিকের ভাড়া করা সন্ত্রাসী মোঃ সাইদুর রহমান কতৃক ফোনে জীবন নাশের হুমকি প্রদান করে। অভিযোগ সুত্রে আরো জানাযায়, অভিযুক্ত সাইদুর রহমান,জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক থাকায় কি ভাবে সে পলাশবাড়ী পৌর ৪নং ওয়ার্ডের যুব জামায়াতের সেক্রেটারী হউন। এ বিষয়ে অভিযোগকারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুলের সাথে কথা বললে তিনি জানান আমি সংবাদ কর্মী হিসেবে সংবাদ প্রকাশ করায় ক্লিনিক কতৃপক্ষ ভাড়া করা সন্ত্রাসী কতৃক আমাকে জীবন নাশের হুমকি দিবে সেটা মেনে নেয়ার মত নয়। তিনি আরো বলেন সাইদুর একজন চিহ্নিত সন্ত্রাসী তাকে দ্বারা আমাকে দেয়া এই হুমকি শুধু আমাকে নয় সকল সংবাদ কর্মীর জন্যই হুমকি তাই আইনের মাধ্যমে তার শাস্তির দাবি করছি। এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনর্চাজ জুলফিকার আলির সাথে কথা বললে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিখিত অভিযোগ করেছে আমরা বিষয়টি তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করব। সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য প্রকাশ। থানায় সাইবার আইনে অভিযোগ দায়ের করেন। নির্ভরশীল সুত্র জানায়- সাংবাদিক বর্তমানে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি ও ৭১ টিভির প্রতিনিধি সহ পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies