ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত এর ঘটনাটি ঘটে। নিহত হলেন পৌর শহড়ের হরিনমারী গ্রামে সেবাউল ইসলাম আতা (২০) সে পেশায় বিদ্যুৎ মেরামতের মিস্ত্রি।
২১ এপ্রিল সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে বলে নিহতের পরিবার জানান,
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান,
নিজের বাড়ীতে বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শক খেয়ে মেঝতে পড়ে যায় । বাড়ীর লোকজন তাকে ভ্যান যোগে পলাশবাড়ী হাসপাতালে পাঠান।কত্যর্বরত ডাক্তার দেখে তাকে মৃত্য ঘোষণা করেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানা পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা লোক মুখে শুনেছি এখনও কোন অভিযোগ পাইনি।
তার মৃত্যুতে এলাকায় শোকের মাতাম চলছে।