নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকটেও সুরক্ষিত চাই শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাটে সেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি-ওয়ার্ল্ড কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
গণসাক্ষরতা অভিযানের সহায়তায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন বোদা উপজেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির।
হাঙ্গার ফ্রি-ওয়ার্ল্ড এর ম্যানেজার মালেকা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বিকশিত বাংলাদেশের কর্মকর্তা অনিল কুমার শর্মা, শিক্ষক আনোয়ার হোসেন, আজগর আলী হারুন, শ্যামলী বেগম, কমিউনিটি ওয়ার্চ এর সদস্য রশিদা বেগম, পংঙ্কোচ রায়, যুব ফরামের সদস্য জাহিদ হাচান, শিক্ষার্থী শিমু আক্তার ও এনজিও কর্মকর্তা হারুন অর রশিদ।
আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার শিক্ষানুরাগী, সাংবাদিক ও উমেন এন্ডিং হাঙ্গারের সদস্যরা আলোচনা সভায় অংশগ্রহন করে।
সভা শেষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কলেজ পর্যায়ের ২৫ জন ও স্কুল পর্যায়ের ২৫ জন মোট ৫০ জন শিক্ষার্থীকে ৩ মাসের উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
কলেজ পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীর মাঝে ১৫ শত এবং স্কুল পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীর মাঝে ১২ শত করে টাকা প্রদান করা হয়।