Type Here to Get Search Results !

খেলার মাঠে মাঠে ইউএনও; খুশি খেলোয়াড়

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : মাদক ও মোবাইল জুয়া থেকে শিক্ষার্থী ও যুবসমাজকে রক্ষা এবং খেলার মাঠ প্রাণবন্ত করে তুলতে দিনাজপুরের খানসামা উপজেলার ০৬ টি ইউনিয়নে স্থায়ী ও অস্থায়ী খেলার মাঠে গিয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক কামরুজ্জামান সরকার। তাঁর এই উদ্যোগে খুশি অভিভাবক, খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল থেকে তিনি এই কার্যক্রম শুরু করেন। এদিন উপজেলার নিউ পাকেরহাট স্কুল মাঠ, খানসামা ডিগ্রি কলেজ মাঠ, টিএন্ডটি মাঠ, হ্যালিপ্যাড মাঠ ও হাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ও ফুটবল খেলার সামগ্রী বিতরণ করেছেন। নিউ পাকেরহাট স্কুল মাঠের খেলোয়াড় সবুর ইসলাম বলেন, গ্রামাঞ্চলে মাঠ ও খেলোয়াড় থাকলেও ক্রীড়া সামগ্রীর অভাবে খেলা বন্ধ হয়ে থাকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইউএনও মহোদয়ের এই উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজিদ ইসলাম বলেন, বর্তমান যুবসমাজকে মাদক ও জুয়া থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই খেলাধুলার প্রতি উপজেলা প্রশাসনের এমন পৃষ্ঠাপোষকতা ইতিবাচক দিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখে। সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রতিরোধে ছাত্র ও যুবসমাজকে মুক্ত করতে তাঁদের মাঠে ফেরানোই মূল চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই উপজেলার সকল মাঠে ধারাবাহিক ভাবে ক্রীড়া সামগ্রী পৌঁছে দিয়ে খেলায় আগ্রহী করতে আমাদের এমন চেষ্টা অব্যাহত থাকবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies