Type Here to Get Search Results !

পঞ্চগড়ে ছাগল বিতরণ

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে হত দরিদ্র গ্রামীণ নারীদের ছাগল পালনের মাধ্যমে আত্ম সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় একশ নারীর মাঝে দুইটি করে দুইশ ছাগল বিনামূল্যে বিতরণ ও হস্তান্তর করা হয়েছে। 
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র অনুদানের অর্থে চারটি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের মাধ্যমে এ সকল ছাগল বিতরণ ও হস্তান্তর করা হয়। শনিবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন চাকলাহাট ইউনিয়নে ২১ নারীর হাতে ৪২টি ও হাড়িভাসা ইউনিয়নে ৩৪ জন নারীর হাতে ৬৮টি, হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনে ২১ জান নারীর হাতে ৪২টি এবং গত শুক্রবার বিকেলে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনে ২১ জন নারীর হাতে ৪২টি ছাগল বিতরণ ও হস্তান্তর করা হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) মোস্তফা কামাল ভুঞা। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কোর কম্প্রেহেনসিভ প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান, হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, রংপুর বিভাগীয় ফেডারেশনের সভাপতি সোলায়মান আলী, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলাম, হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলী, মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম, ঝলই শালশিরি সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেন প্রমূখ। 
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) মোস্তফা কামাল ভূঞা বলেন, গ্রামীণ মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশে ছোট ছোট বেসরকারি সংস্থার মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করছে বিএনএফ। এই সহযোগিতার মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীরা নিজেরা যেমন স্বাবলম্বি হচ্ছে; তেমনি সংসারে আর্থিক সহায়তা দিতে পারায় পরিবারে তাদের গুরুত্ব বাড়ছে। আগামীতে আরও অধিক পরিমানে দরিদ্র নারীদের এই প্রকল্পের আওতায় এনে তাদের স্বাবলম্বি করার চেষ্টা করছে বিএনএফ।
বিভাগ