মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও থেকে : পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন-বি ২০৭৯ জাতীয়তাবাদী শ্রমিকদের অন্তর্ভুক্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন আঞ্চলিক কমিটি ঠাকুরগাঁও এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় জেলার পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরনবী ইসলাম, ঠাকুরগাঁও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী হিসাব কর্মকর্তা বিশ্বদেব রায়সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা জানান, তারা তাদের দাবিগুলো নিয়ে এখন যে কর্মসূচী পালন করছে, দাবীদাওয়া পুরণ না হলে আগামীতে তারা আরো বৃহৎ আন্দোলনে যাবে।