নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় শনিবার (১৯ এপ্রিল) ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন। এ সময় বোদা উপজেলার নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজীর সহ উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় সরকারি ব্যবস্থাপনায় এই ডে-কেয়ার সেন্টারটি স্থাপন করা হল। উপজেলা পর্যায়ের চাকুরীজীবি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের কর্মসময়ের মধ্যে দেখভাল করার জন্য এই ডে-কেয়ার সেন্টারটি স্থাপন করা হয়। শিশুদের আনন্দ দিতে এই ডে-কেয়ার সেন্টারে শিশুদের নানা ধরনের খেলনা স্থাপিত করা হয়েছে। এখানে শিশুরা নিরাপদে থেকে আনন্দঘন পরিবেশে সময় পার করতে পারবেন। পাশাপাশি সন্তানের অভিভাবকরা নিশ্চিতে নিজ-নিজ কর্মক্ষেত্রে সরকারি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন।