Type Here to Get Search Results !

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :ভারতের ভূখন্ড ব্যবহার করে তৃতীয় দেশের সাথে বাংলাদেশের পন্য রপ্তানির ‍সুবিধা ট্রান্সশিপমেন্ট বাতিলে কোন প্রভাব পড়েনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়। অন্য দিনের মত বৃহস্পতিবারও এই শুল্ক স্টেশন দিয়ে স্বাভাবিক বিভিন্ন পন্য আমদানি রপ্তানি করা হয়। বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 
বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে অন্যদিনের মতই এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পন্য। এদিন ৪৩ টি পন্যবাহী ট্রাকে এক হাজার ২৪০ টন পন্য আমদানি হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাটের কাঁচামাল, আলু, টিস্যু পেপারসহ অন্যান্য পন্যের ২২টি ট্রাকে ৪৮৩ টন পন্য নেপালে রপ্তানি হয়েছে। স্থলবন্দর সূত্র জানায়, ভারত ও ভুটান থেকে পাথর আমদানি নির্ভর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বর্তমানে অন্য পন্যের সাথে নেপালে নিয়মিত আলু রপ্তানি করা হচ্ছে। বুধবারও ৩১৫ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়। গত দুই মাসে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই স্থলবন্দর দিয়ে কয়েক দফায় তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করে। স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের সঙ্গনিরোধ পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, রপ্তানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। সর্বশেষ বৃহস্পতিবার বাংলাদেশ থেকে নেপালে আলু রপ্তানি হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি সাখাওয়াত হোসেন বলেন, আমাদের স্থলবন্দরে আপাতত আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোন নিদর্শনা আসেনি। আজকেও আমাদের এই বন্দর দিয়ে বিভিন্ন প্রকার পন্য ভারত ও নেপালের সাথে আমদানি রপ্তানি হয়েছে। অন্য দিনের মত বৃহস্পতিবারও আমরা কাজ করেছি। বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আজকে পর্যন্ত বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে এ পর্যন্ত ৪৯ টি ট্রাক আমদানি হয়েছে এবং ২৪টি পণ্যবাহী ট্রাক রপ্তানি হয়েছে এরমধ্যে দুই ট্রাক পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে এবং ২২ টি ট্রাকে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য নেপালে রপ্তানি হওয়ার জন্য স্থল বন্দর সীমানা অতিক্রম করেছে। সাম্প্রতিক ভারতের যে নীতিমালা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমাদের এই বাংলাবান্ধা স্থলবন্দরে এরকম কোন প্রভাব পড়েনি। এখানে আমদানি রপ্তানি স্বাভাবিক ভাবেই হচ্ছে। আমি বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক সহ ব্যবসায়ীদের জানতে চাই আমাদের এখানে কোন সমস্যা নেই এখানে স্বাভাবিকভাবেই আমদানিযোগ্য রপ্তানিযোগ্য সকল পণ্য স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি হচ্ছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies