Type Here to Get Search Results !

ক্যাডেট কলেজ ৭ম শ্রেণী ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফলাফলে উলিপুরে এ-ওয়ান ক্যাডেট কোচিং, রংপুর -এর চমকপ্রদ সাফল্য

খালেক পারভেজ লালু উলিপুর কুড়িগ্রাম:ক্যাডেট কলেজ সমূহের ক্যাডেট হিসেবে ভর্তি পরীক্ষার প্রকাশিত চুড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার রুবায়েত আলম রিহান ও নাফিসা হক। রুবায়ত আলম উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রুপালী বেগম ও শাহীনুল আলমের জ্যৈষ্ঠ ছেলে। নাফিসা হক উপজেলার হারুনেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক ও সহকারী শিক্ষক নাসরীন আক্তারের কনিষ্ঠ কন্যা। ১০ মার্চ সোমবার বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহের ক্যাডেট হিসেবে ভর্তি পরীক্ষার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তারা উত্তীর্ণ হয়েছে। রুবায়েত পাবনা ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। রুবায়েত উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের নাতি। রুবায়েত বড় হয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে দেশ সেবার কথা এ প্রতিনিধিকে জানিয়েছেন। আর নাফিসা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে বড় হয়ে প্রকৌশলী হবার কথা জানান। উল্লেখ্য, এমদাদুল হক ও নাসরীন আক্তারের জ্যৈষ্ঠ কন্যা তৌফিকা হক কিছুদিন পূর্বে স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ, ঢাকায় ভর্তির সুযোগ পেয়েছে।এদিকে রুবায়েত ও নাফিসা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় চুড়ান্ত ফলাফল উত্তীর্ণ হওয়ায় উলিপুরে শিক্ষক সমাজের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। তারা তাদের সাফল্যের জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। পাশাপাশি তারা ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করছেন। উল্লেখ যে এ বছর এ-ওয়ান ক্যাডেট কোচিং, রংপুর থেকে উলিপুরের চারজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলো।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies