Type Here to Get Search Results !

ধানজুড়ি মিশন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি : বিরামপুর উপজেলার ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। 
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা ও বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বিদ্যালয়ের সভাপতি ও ধানজুড়ি মেশনের পাল পুরোহিত ফাদার মানুয়েল হেমব্রমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, প্রধান শিক্ষক জলী রোজারিও, বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, ধানজুড়ি মিশনের সহকারী পাল পুরোহিত ফাঃ রতন মূর্মূ, হোস্টেল ইনচার্জ সিস্টার খ্রীস্টিনা মূর্মূ, সহকারী প্রধান শিক্ষক টমাস মুর্মু, হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবসার আলী সরকার, ধানজুড়ি কো-অপারেটিভ এগ্রিকালচার সোসাইটির সভাপতি কেরোবিন হেমব্রম প্রমূখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies