Type Here to Get Search Results !

চিলাহাটিতে বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে স্মার্ট কার্ড ব্যবসা

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে এক শ্রেণির সিন্ডিকেট ব্যবসায়ীরা স্মার্ট কার্ডের ডুপ্লিকেট লেমিনেটিং কপি ও কাভারের জন্য সাধারণ মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। জানা গেছে-গতকাল মঙ্গলবার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ১ থেকে ৪ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ করা হয় চান্দখানা জি.আর. উচ্চ বিদ্যালয়ে। সাধারণ কার্ড ধারীদের বিনামূল্যে স্মার্ট কার্ড বিতরণ করেছে উপজেলা নির্বাচন অফিস।
অপরদিকে এ বিদ্যালয় মাঠে একশ্রেণীর সিন্ডিকেট ব্যবসায়ীর একটি গ্রুপ কয়েকটি বুধ বসিয়ে স্কুলের বেঞ্চ ও বিদ্যুৎ ব্যবহার করে স্মার্ট কার্ডের (জাতীয় পরিচয় পত্র) লেমিনেটিং এর জন্য প্রত্যেকের কাছে ৩০ থেকে ৪০ টাকা এবং কাভারের জন্য প্রত্যেক ব্যক্তির কাছে ৫০ থেকে ৮০ টাকা করে হাতিয়ে নিচ্ছে। কিন্তু দেখা গেছে- স্থানীয় দোকানগুলোতে লেমিনেটিং এ কার্ড প্রতি নিম্নতম খরচ ২০ টাকা এবং কাভার ৩০ থেকে ৪০ টাকা করে।
এদিকে খবর নিয়ে জানা গেছে তারা এসব কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ অত্র বিদ্যালয় থেকে নিয়েছেন। এ বিষয়ে চান্দখানা জি.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান আমরা বিদ্যালয় এসব কাজ করার জন্য কোন বিদ্যুৎ সংযোগ কাউকে দেইনি।
অপরদিকে কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান জানান- উপজেলা নির্বাচন অফিস থেকে বিনামূলে যে উন্নত মানের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে, তা সহজে নষ্ট হবার নয়। সাধারণ মানুষ জনকে বোঝানোর পরও যদি তারা সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে বেশী দাম দিয়ে লেমিনেটিং করে ও কাভার ক্রয় করে সেটা তাদের ব্যর্থতা।
এদিকে দেখা গেছে- গত ১২ থেকে ১৫ ডিসেম্বর ভোগডাবুরী ইউনিয়নের স্মার্ট কার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণের সময় এই সিন্ডিকেট ব্যবসায়ী চক্রটি সাধারণ মানুষ স্মার্ট কার্ডটি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বিভিন্ন কথা বলে বোকা বানিয়ে টেনে নিয়ে গিয়ে লেমেনিটিং ও কভার নিতে বাধ্য করাচ্ছে।

Top Post Ad

Hollywood Movies