Type Here to Get Search Results !

বোদায় শুরু হয়েছে নায্যমুল্যের বাজার

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : উত্তরের জেলা পঞ্চগড়ের বোদায় বাজার সিন্ডিকেট ভাংতে এবং ক্রেতাদের হাতে নায্যমুল্যে সবজি তুলে দেয়ার উদ্দেশ্যে নায্য মুল্যের বাজার কার্যক্রম শুরু করেছে পঞ্চগড় জেলা প্রশাসন ও বোদা উপজেলা প্রশাসন ।
সরাসরি খেত থেকে চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজি সহ নানা ধরনের পন্য কিনে এনে বিক্রী করা হচ্ছে এই বাজারে।
জেলার বোদা উপজেলার মজুমদার মার্কেটে সকালে এই বাজারের উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির।এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ উপস্থিত ছিলেন । বাজারে সকাল থেকেই ক্রেতাদের উপচেপড়া ভির লক্ষ্য করা গেছে। খেত থেকে আনা কৃষকের পন্য, সুলভ মুল্যে জনগণের জন্য এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এই নায্যমুল্যের বাজার। এই বাজার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত সেচ্ছাসেবি ফোরামের সেচ্ছাসেবিরা। তারা অধিকাংশই ছাত্র।
স্বেচ্ছাসেবীরা চাষিদের খেত থেকে সবজি কিনে এনে বাজার মুল্য থেকে কমমুল্যে বিক্রী করছে। বাজারে আলুর কেজী ৭৫ টাকা হলেও নায্যমুল্যের বাজারে ৫৫ টাকা কেজী দরে বিক্রী হচ্ছে। একই ভাবে প্রতি লাউ ২০ টাকা, সিম ৬০ টাকা,করলা ২০, মরিচ ৬৫, বাঁধা কপি ৪০,লাল শাক ৩০, মুলা ৩৫,ডাটা ১৮,পেয়াজ ৮০,বেগুন ২০, পালং শাক ২৫ টাকা কেজী দরে বিক্রী হচ্ছে।
ক্রেতারা বলছেন বাজার থেকে অন্তত: ২০ থেকে ৩০ টাকা কমে নানা ধরনের শাক সবজি বিক্রী হচ্ছে বাজারে। সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভির শুরু হয়। এতে ক্রেতারা খুশি। তারা বলছেন আরও দোকান এবং পন্য বাড়ালে সুবিধা হবে। সেই সাথে সপ্তাহের প্রতিদিনই নায্য মুল্যের বাজার পরিচালনা করার দাবি জানান ক্রেতারা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies