Type Here to Get Search Results !

সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার সিনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় সভাপতি রমিজ আলম সম্প্রতি ওই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা বেগমকে সাময়িক বরখাস্ত করেন। স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সেবেন চন্দ্র রায় কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করেন সভাপতি।
জানা গেছে, ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি ইসাহাক আলী ও প্রধান শিক্ষক ফরিদা বেগম স্কুল পরিচালনা করার জন্যে একটি পকেট কমিটি তৈরি করে দীর্ঘ দিন ধরে ওই স্কুলে আর্থিক অনিয়ম, দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করছিল। উক্ত বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক, সহকারী গ্রন্থাগারিক ও ২ জন অফিস সহায়ক নিয়োগ দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ওই ২ জন উক্ত টাকা আত্মসাৎ করায় স্কুলের শিক্ষকরা ফুসে উঠেছে।
এছাড়া অবৈধ ভাবে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করার সহ ওই ২ ব্যক্তির বিরুদ্ধে স্কুলের ৭ জন সহকারী শিক্ষক ১৫টি অভিযোগ দাখিল করেন সভাপতি বরাবরে। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগমের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেন।
এছাড়া প্রধান শিক্ষকের স্বামী ওই স্কুলের অফিস সহকারী রশিদুল হক একজন শারীরিক অক্ষম, হাত-পা সম্পুর্ণ অচল ও বিদ্যালয়ে কোন কাজ না করেই ৪ বছর যাবৎ সরকারি বেতন ভাতা ভোগ করছেন বলে শিক্ষক হুমায়ুন কবির, নারায়ন চন্দ্র রায়, রেজওয়ানুল হক, পয়যমা খাতুন, আব্দুল জব্বার, গদা ধর চন্দ্র রায় ও সেবেন চন্দ্র রায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় সভাপতি রমিজ আলম জানান, ওই স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমার কাছে শিক্ষকরা লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় বিদ্যালয়ের পরিস্থিতিতি শান্ত করতে ও পরিবেশ ভাল রাখার জন্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অপর দিকে বরখাস্ত কৃত প্রধান শিক্ষক ফরিদা বেগম জানায়, আমার কোন বক্তব্য না শুনেই বিদ্যালয় সভাপতি আমাকে সাময়িক বরখাস্ত করেছেন। বিষয়টি এলাকার সুশীল সমাজ দিনাজপুর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies