Type Here to Get Search Results !

বোদায় কোকো স্মৃতি ক্রিকেট নাইট টুর্ণামেন্টের উদ্বোধন

নজরুল ইসলাম,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম টুর্ণামেন্ট শুরু হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রিকেট নাইট টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
মাঝগ্রাম যুব সংঘ এই ক্রিকেট নাইট টুর্ণামেন্টের আয়োজন করে। বোদা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.আবু বক্কর সিদ্দিক মহব্বতের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো.জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য বায়জিদ বোস্তামি, সুপ্রিয়া দাস, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময় ও বোদা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুল্লাহ আসাদ।
উদ্বোধনী সভায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ সহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা উপস্থিত ছিলেন। গভীর রাত পর্যন্ত মাঠের চার পাশে দাড়িয়ে বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় পঞ্চগড় পারভেজ একাদশ ক্লাব ও বোদা কলেজ পাড়া ক্্িরন্স ক্লাব খেলায় অংশ নেন।
টুর্ণামেন্টে ৮টি ক্রিকেট দল অংশ দিচ্ছে। উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো.ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও মননশীল চর্চার মাধ্যমে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই। এীড়া ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকলে যুব সমাজ বিপদগামী হতে পারে না। এবং চিন্তা চেতনায় ও লেখাপড়ায় সৃজনশীল এবং সুস্বাথের অধিকারি হয়ে গড়ে উঠবে।
তিনি বলে একটি দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার বড় শক্তি হচ্ছে যুব সমাজ, তাই এই যুব সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে।
বিভাগ