Type Here to Get Search Results !

বিরামপুরে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : মা সুমি দাস ১৮ মাসের ছেলে সন্তান সূর্য দাসকে পাড়ার এ বাড়ি ও বাড়ি খুঁজে বেরাচ্ছেন। অপরদিকে ফুফু দিপ্তী রানী বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে সূর্যের লাশ।ফুফা চয়ন দাস পুকুর থেকে লাশটি উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সূর্যকে মৃত ঘোষণা করে। পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
আজ বুধবার সকালে পিতা শ্রী মিলন দাস জিবীকার তাগিদে গ্রীলের কাজ করতে গিয়েছেন শহরে। সকাল থেকে মা সুমি রানী ছেলে সন্তান সূর্যকে কাছে নিয়ে গৃহের কাজে ব্যাস্ত হয়ে পড়েন এরমধ্যে ছেলে সূর্য বাড়ির পাশে দক্ষিণ পূর্ব দিকে পুকুরে হাঁস তাড়াতে গিয়ে সবার অজান্তে পড়ে যায় পুকুরে।
মা ও দাদী মিনতি রানী সূর্যের খোঁজে পাড়ার এ বাড়ি ও বাড়ি খুঁজে বেরাচ্ছেন প্রায় দুই ঘণ্টা ধরে। পুকুরের সামনের বাড়িটি ফুফু (পিসি) দিপ্তী রানীর।
সূর্যের ফুফা(পিসা)চয়ন দাস বলেন, আমি ও আমার স্ত্রী দিপ্তী রানী সকালে ভাত খাচ্ছিলাম এর আগে সূর্য পুকুরের ধারে আসলে আমি তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় সূর্যের লাশ পুকুরে ভাসতে দেখে তার ফুফু দিপ্তী রানী।
স্থানীয়দের মধ্যে মরফিদুর রহমান ইমন বলেন, বাড়ির পাশে পুকুরে উভয় পাশে পাড় বাঁধা থাকলেও পুকুরের পশ্চিমে চলাচলের রাস্তায় কোন পাড় বাঁধা নেই এ কারণে শিশু সূর্য পুকুর পাড়ে হাঁস তাড়াতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে মারা যায়।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন,পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies