Type Here to Get Search Results !

পঞ্চগড়ের মাদক ও দূর্নীতি প্রতিরোধের প্রচারণা

এ রায়হান চৌধুরী ,পঞ্চগড় প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : উত্তরের জেলা পঞ্চগড়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধে মাঠে নেমেছে তরুণসমাজ।শনিবার সকালে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে মাদক এবং দুর্নীতি প্রতিরোধে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়। 
ম্যারাথনে পঞ্চগড় সহ সারাদেশের সাড়ে তিন শতাধিক তরুণ অংশ নেন। সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক সাবেত আলী এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। কয়েকশ তরুণ তরুণী সকাল বেলাতেই জড়ো হয় সরকারি অডিটোরিয়াম চত্বরে। তাদের গায়ে মাদককে না বলি, দূর্নীতি মুক্ত সমাজ গড়ি স্লোগানের টি- শার্ট। সকাল ৯ টায় শুরু হয় ম্যারাথন দৌড়। সারাদেশ থেকে আসা সাড়ে ৩শ তরুণ তরুনী অংশ নেয় দৌড়ে। তারা মহাসড়কের পাশ দিয়ে শহরের ৫ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেন। তরুণ তরুণীরা জানান, দৌড় নিজেদের শরীরকে সুস্থ রাখে। ম্যারাথনের মাধ্যমে আমরা সমাজকে দুর্নীতি ও মাদক মুক্ত গড়ে তোলার জন্য বার্তা দিতে চাই। প্রতিবছর প্রতিজেলায় এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। অনুষ্ঠানের সভাপতি আয়োজক সংগঠন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব জানান, পঞ্চগড়ের মাদকাসক্ত তরুণ সমাজ এবং দুর্নীতিতে যুক্ত সকল শ্রেনী পেশার মানুষকের বিশেষ বার্তা দেয়ার জন্যই মুলত এই আয়োজন। 
নতুন বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসক তরুণদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। ‘ ম্যারাথন শেষে মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় জেলা প্রশাসক সাবেত আলী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, কুইন্স কলেজের অধ্যক্ষ্য অধ্যাপক আলতাফ হোসেন, মাদক দ্রব্য নির্মুল অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, সম্মিলিত সেচ্ছাসেবি ফোরামের উপসমন্বয়ক ওয়াসিম আকরাম,সহ সমন্বয়ক মুরাদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সানাউল্লাহ। প্রতিযোগিতা শেষে অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয়া হয়। ম্যারাথন প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে পাবনা জেলার তরুণ ইমরান হাসান। দ্বিতীয় হানিফ ও তৃতীয় স্থান লাভ করেন ফজলু। 
বিভাগ

Top Post Ad

Hollywood Movies