আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে ষ্টেশনে হকার,ভিক্ষুক এবং হিজরা মুক্ত অভিযানে তিতুমির ট্রেনে অভিযান চালিয়ে চিলাহাটি স্টেশনে অবৈধ হকারদের আটক করা হয় এবং আর স্টেশনে আসবেনা বলে মুছলেকার মাধ্যমে তাদেরকে অঙ্গিকার করানো হয়।
আজ সোমবার দুপুরে চিলাহাটি রেলওয়ে ষ্টেশনে চিলাহাটি আরএনবি ইনচার্জ এএসআই নেছারউজ্জামান এবং চিলাহাটি স্টেশন মাষ্টার জনাব হায়দার আলীর নেতৃত্বে চিলাহাটি স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় স্থানীয় ছাত্র সমন্বয়ক এবং সাংবাদিক গণ স্টেশনে উপস্থিত ছিলেন।