Type Here to Get Search Results !

খানসামায় এক মাদকসেবীর কারাদণ্ড

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের খানসামায় গাঁজা সেবনের অপরাধে থানা পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ।
আটক মাদক সেবনকারী হলেন উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম। এসময় তার কাছে ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঐ এলাকার বটতলা বাজার থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে খানসামা থানা পুলিশের সদস্যরা আটক করে।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের পর আটক ০১ মাদক সেবনকারীকে বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সাথে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকল শ্রেনীর মানুষের সহযোগিতা চান তিনি।
বিভাগ