Type Here to Get Search Results !

শান্তি- সম্প্রতির পলাশবাড়ী গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময়

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পিস ফ্যাসিলিটের গ্রুপ ( পিএফজি) পলাশবাড়ী আয়োজনে শান্তি- সম্প্রীতির পলাশবাড়ী গড়ে তোলার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
১৫ সেপ্টেম্বর রবিবার বিকালে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্র(হাসান আজিজুর রহমান মিলনায়তন উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাইদুর রহমান মাষ্টারের সভাপতিত্বে , প্রধান অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,রংপুর হাঙ্গর প্রজেক্ট সমন্বয়ক রাজেস সাংবাদিক রবিউল হোসেন পাতা,উপজেলা আওমীলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম তোতা,পলাশবাড়ী বাসদের সম্বনয়ক ওলিউর রহমান বাদল,কৃষিবিদ মিজানুর রহমান সুজন,আব্দুল্লাহ আদিল নান্নু,স্মৃতি বেগম শিল্পী,শিক্ষক নবিউল,বেলাল হোসেন,সাজু মাষ্টার জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোনারুল, প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন,পলাশবাড়ীর পিএসপির সমন্বায়ক জাহিদুল ইসলাম, বক্তারা পলাশবাড়ীকে শান্তি পারশপারিক ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাই সবার স্থান থেকে শোসন মুক্ত সমজ গঠন করার জোর দাবী জানান।
বিভাগ