Type Here to Get Search Results !

ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শনে ইউএনও : সংস্কারের আশ্বাস

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : গত ০৫ আগস্ট দুর্বৃত্তদের মর্মান্তিক ভাংচুর, লুটপাট ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করলেন ইউএনও এবং উপজেলা পরিষদের প্রশাসক মো: তাজ উদ্দিন।
এসময় তিনি অতি দ্রুত এটি সংস্কার করে ব্যবহার উপযোগী করার আশ্বাস দিয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে অবস্থিত প্রেসক্লাবের কার্যালয় পরিদর্শন করেন তিনি।
উল্লেখ্য, গত ০৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় সন্ত্রাসী ও সুযোগসন্ধানীদের আক্রমণের শিকার হয় খানসামা উপজেলা প্রেসক্লাব।
এসময় তাঁরা প্রেসক্লাবের অফিস কক্ষ, সভা কক্ষ, ওয়েটিং রুম ও ওয়াশরুমের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, পানির ট্যাংক ও মর্টার, দরজা-জানালা চুরি ও লুটপাট করার পর ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিভাগ