ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলা জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে উলামা মাশায়েখ ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় বিরামপুর উপজেলা ও শুব্বান আহলে হাদীস কমিটি গঠনের উদ্দেশ্যে আদর্শ হাইস্কুলের হল রুমে উপজেলা জমঈয়তে আহলে হাদীস বিরামপুর উপজেলার সভাপতি একেএম রেজা বাদশাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মুহাম্মদ আব্দুল জলিল বিন মুহা.সামসুল আলম আল মাদানী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি লুৎফর কবীর বকুল,আহলে হাদীসের সভাপতি আব্দুর রহমান ইমরান মাদানী,জেলা জমঈয়তে শুব্বান আহলে হাদীসের সেক্রেটারি হাফেজ মাওঃ রাশেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন,দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা শাখার জেলা মজলিসে শুরা সদস্য আমির মোঃ আনোয়ারুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিন জেলা শাখার জেলা নায়েবে আমির মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিরামপুর উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি আঃ রউফ, সেক্রেটারি জাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল বারী,সহ সেক্রেটারি শাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি আমিরুল ইসলামসহ অত্র কমিটির সদস্যগণ।