ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা শাখা বিরামপুরের আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় বিরামপুর উপজেলার পল্লবী মোড় ধানহাটি এলাকায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের পূর্ব পার্শ্বে শত শত মানুষের উপস্থিতিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা শাখা বিরামপুর এর সভাপতি ডাঃ নূর আলম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওঃ আব্দুল হক আজাদ নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এছাড়াও বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার মোঃ আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ,মোঃ আমিরুজ্জামান পিয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সেক্রেটারীসহ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোঃ মুনতাসির আহমেদ প্রমুখ।
মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশে বক্তারা বলেন,জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা, সংখ্যানুপাতিক নির্বাচন (RP) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হবার উদ্বাত্ত আহ্বান জানান।
গণ সমাবেশের পূর্ব পার্শ্বে দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা বিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহের লক্ষ্যে সদস্য সংগ্রহ ক্যাম্প বসানো হয়।