আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির পরিত্যক্ত এক গোডাউন ঘরে গতকাল মঙ্গলবার বিকালে এক গৃহবধুর আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে- জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ বাজার এলাকার ভবেন রায় এর স্ত্রী ৪ সন্তানের জননী অঞ্জলী রানী (৪০) গতকাল মঙ্গলবার বিকালে হাজীপাড়া গ্রামের হুসেন হাজীর ছেলে মনছুর এর বোতলগঞ্জ বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিত্যক্ত গোডাউনের পাশের মাঠে খেলতে যাওয়া ছেলেরা ভবনের স্ত্রীকে ঝুলতে থাকা দেখে চিৎকার চেচামেচী শুরু করলে আশে-পাশের লোকজন এসে অঞ্জলী রানীকে গলায় ঝুলে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
গোডাউন মালিক মনছুর আলী চিলাহাটি ওয়েব ডটকমকে জানায়- গতবছর আমার গোডাউনের একটি দেওয়াল ভেঙ্গে যাওয়ায় গোডাউনটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকে।
কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।