Type Here to Get Search Results !

বিরামপুরে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর মহাসড়কে প্রাইভেট কার ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১০ ঘটিকায় বিরামপুর পৌরসভার টাটাকপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক হাসান(৭০) নিহিত হয়েছে।
মৃত হাসান দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার এনায়েতপুর গ্রামের মৃত ইউসুফের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,মৃত হাসান চার্জার ভ্যানে একজন যাত্রী নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টাটাকপুর এলাকায় মহাসড়কের পশ্চিম দিক হতে মহাসড়কে উঠার সময় দক্ষিণ দিক হতে আসা দিনাজপুরগামী প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যান চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চার্জার ভ্যানের চালক হাসান মারা যান।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies