Home » » গাভী পালন ও মোটাজাতকরণ বিষয় প্রশিক্ষণ

গাভী পালন ও মোটাজাতকরণ বিষয় প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, June 11, 2024 | 6/11/2024 08:56:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও মোটাজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
 আজ মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ) খাতের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছা: সারাবনতহুরা, ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক, সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমো: মোশারফ হোসেন, কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ প্রমুখ।