Home » » অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা

অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 9, 2024 | 6/09/2024 11:55:00 PM

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : অশ্রুসিক্ত ভালোবাসায় দিনাজপুরের খানসামা উপজেলার সখিনা-ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আব্দুল বারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
রবিবার (০৯জুন) দুপুরে অত্র বিদ্যালয় মাঠে সকল শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে সহকারী এই শিক্ষক কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন উপস্থিত সকলেই। পরবর্তীতে এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানের পর সহকারী শিক্ষক কাজী আব্দুল বারীকে হাঁটাপথে নিজ বাসায় পৌঁছে দিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ফজলুল হক সরকার, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সরকার, তেবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, আইনজীবী এ্যাড. সোয়েব হোসেন সিজুসহ অত্র বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রীগণ।