Home » » বিরামপুরে সমাজসেবা অফিস কর্তৃক চেক বিতরণ

বিরামপুরে সমাজসেবা অফিস কর্তৃক চেক বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 13, 2024 | 6/13/2024 11:13:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোরিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। 
বৃহস্পতিবার (১৩ জুন) বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মুরাদ হোসেন, পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান,কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী,বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ুগোপাল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার,বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল,বিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম মানিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খায়রুল আলম মুকুট,বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আউয়াল জানান,সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোরিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের নমীনীসহ ৫৭ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।